নড়াইলে মহিলা সমাবেশ

গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্পের আওতায় নড়াইলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ চত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমাবেশের উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুন্সী জালাল উদ্দিন।

সিনিয়র তথ্য অফিসার এ এস এম কবীর হোসেনের সভাপতিত্বে মহিলা সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান, পার্ব্বতী বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি শৈলেন্দ্রনাথ সাহা, ইসলামিক ফাউন্ডেশন নড়াইলের উপ-পরিচালক বিল্লাল বিন কাশেম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, পার্ব্বতী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ অনেকে।

এছাড়া আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার প্রাপ্ত তরুণ উদ্যোক্তা সাদাত রহমানকে সংবর্ধনা দেয়া হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে-আমার বাড়ি আমার খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বর্তমান সরকারের এ কার্যক্রমগুলো দ্রুত এগিয়ে চলছে।