ঝিনাইদহ মুক্ত দিবস আজ

Jhenaidah map

আজ ৬ ডিসেম্বর। ৭১’র এই দিনে হানাদার মুক্ত হয়েছিল ঝিনাইদহ।

আজকের দিনে পাক বাহিনীর হাত থেকে মুক্ত করে জেলায় লাল সবুজের পতাকা উড়িয়েছিল বাংলার দামাল ছেলেরা।

মুক্তিযোদ্ধারা জানান, যশোর সেনা নিবাসের পর ঝিনাইদহের ক্যাডেট কলেজে পাক বাহিনী দ্বিতীয় ঘাঁটি গড়ে তোলে। শহরের চারপাশে রচনা করে শক্ত বুহ্য। সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ভারতীয় ও মুক্তি বাহিনী ঝিনাইদহের দিকে এগিয়ে আসতে থাকে। ৫ ডিসেম্বর বিকালে মিত্র ও মুক্তি বাহিনী ঝিনাইদহ উপকন্ঠে অবস্থান নেয়।

৬ ডিসেম্বর সকালে তারা পাক সেনাদের অবস্থানের উপর শেলিং শুরু করে। আতংকিত হয়ে টেবিলে টেবিলে সাজানো দুপুরের খাবার ফেলে তারা মাগুরার দিকে পালিয়ে যায়। ঝিনাইদহ হানাদার মুক্ত হয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উল্লাস করতে থাকে।