বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যবিপ্রবিশিস ও মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (যবিপ্রবিশিস)।

বুধবার বিকেলে যশোর শহরের বকুতলাস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের সামনে যবিপ্রবিশিস এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানান। যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, যবিপ্রবির শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. নাসিম রেজা, কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ্বাস, পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. কে এম দেলোয়ার হোসেন, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের অধ্যাপক ড. সুব্রত মণ্ডল, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. নাজমুল হাসান, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন প্রমুখ।

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জেলা মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যশোর শাখার উদ্যোগে বুধবার সকালে শহরের বকুলস্থ বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে মানববন্ধনের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা রবিউল আলমের সভাপতিত্বে মানববন্ধনে দুই শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক ঝিকরগাছা-চৌগাছার সাবেক এমপি মনিরুল ইসলাম প্রমুখ।