নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর ইসরায়েলের: সৌদি যুবরাজ

ইসরায়েলের কঠোর সমালোচনা করে সৌদি আরবের সাবেক গোয়েন্দাপ্রধান যুবরাজ তুর্কি আল-ফয়সাল বলেছেন, ‌‘নিজ দেশেও বর্ণবাদের প্রাচীর তৈরি করে রেখেছে ইসরায়েল। দেশটিতে ইহুদি ছাড়া অন্য ধর্মের অনুসারীরা রাষ্ট্রীয় বৈষম্যের স্বীকার।’

সম্প্রতি বাহরাইন সম্মেলনে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সামনে এসব কথা বলেন তিনি। সৌদি এই যুবরাজ ইসরায়েলকে সাম্রাজ্যবাদী, দখলদার ও স্বঘোষিত ইহুদি রাষ্ট্র বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘পুরো ফিলিস্তিনকে তারা এখন একটি কারাগারে পরিণত করেছে।’

মিসর, জর্ডানের পর সম্প্রতি ইসরায়েলকে স্বীকৃতি দেয় বাহরাইন, আমিরাত ও মরক্কো। স্বীকৃতি দিতে সৌদি আরব ও পাকিস্তানকেও চাপে রেখেছে ইহুদিবাদী এ দেশ। সূত্র: টাইমস অব ইসরাইল