বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খাজুরা সরকারি কলেজে মানববন্ধন

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে যশোরের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন মহাবিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে যশোর-মাগুরা মহাড়কে এ মানববন্ধন হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক, উপাধাক্ষ্য আমিনুর রহমান, সহকারী অধ্যাপক গোলাম মোর্শেদ, গোপিকান্ত সরকার, আক্তার হোসেন, আবু সাঈদ মো. আতিকুর রহমান।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুর সম্মান মানে বাংলাদেশের সম্মান। বঙ্গবন্ধুকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। বাঙালি জাতি তা কোন ভাবেই সহ্য করবে না। এ দেশের আপামর জনতা এসব মৌলবাদী শক্তিকে সহ্য করবে না।

মানববন্ধনে কলেজের সকল শিক্ষক, শিক্ষকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।