যশোরে ট্রাকের ধাক্কায় যুবক নিহতর ঘটনায় মামলা

mamla rai

শনিবার সন্ধ্যা রাতে যশোর ঝিনাইদহ সড়কের সদর উপজেলার নতুন খয়েরতলাস্থ ভৈরব ফিলিং ষ্টেশনের সামনে ঝিনাইদহ গামী রোজা এন্টার প্রাইজের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সবুজ মিয়া (৩৪) নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় রোববার মামলা হয়েছে।

মামলায় রোজা এন্টার প্রাইজের ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৮২৩) এর অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে।

ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলুহর বাসস্ট্যান্ড এলাকার মৃত আলী মিয়ার ছেলে শহিদুল ইসলাম রোববার (২৪ জানুয়ারী) বিকেলে মামলা করেন।

মামলায় তিনি উল্লেখ করেন, ২৩ জানুয়ারী শনিবার তার ছেলে সবুজ মিয়া মোটরসাইকেল (ঝিনাইদহ হ-১৪-৮৯১৩) যশোর হতে নিজ বাড়িতে ফিরছিল। সন্ধ্যারাত সাড়ে ৭ টায় যশোর জেলা কোতয়ালি মডেল থানার অর্ন্তগত নতুন খয়েরতলা নামকস্থানে ভৈরব ফিলিং ষ্টেশনের সামনে পৌছালে ঝিনাইদহ গামী উক্ত নম্বরের ট্রাকের চালক বেপরোয়াভাবে উক্ত মোটরসাইকেলে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। রাস্তার উপর পড়ে গুরুতর জখম হলে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ট্রাক ফেলে দ্রুত পালিয়ে যায়। বারোবাজার হাইওয়ে থানা পুলিশ ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করে।