কৃষক-পুলিশ সংঘর্ষে উত্তাল দিল্লি, নিহত ১

কৃষকদের ট্র্যাক্টর মিছিলের সঙ্গে পুলিশের সংঘর্ষে উত্তাল হয়ে উঠে ভারতের রাজধানী দিল্লি। সোমবারের এই উত্তেজনাকর পরিস্থিতির পর বন্ধ করে দেয়া হয় ইন্টারনেট সংযোগ। মেট্রো চলাচলের গতি রুদ্ধ হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আইটিও এলাকায় এক কৃষকের মৃত্যু হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করতে হয়। এক পর্যায়ে কৃষকদের ট্র্যাক্টর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। তবে এর আগেই একটি ট্র্যাক্টর মিছিল ব্যারিকেড অতিক্রম করে লালকেল্লা পর্যন্ত পৌঁছে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পথে নেমে পুলিশি ব্যবস্থার তদারকি করেন।

এদিকে আন্দোলনরত কৃষক সংগঠন জানিয়েছে, যারা শহরে ঢুকে তান্ডব চালিয়েছে তারা সংগঠনের কেউ নয়। সংগঠনের কৃষকদের রাত আটটার মধ্যে দিল্লি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কৃষক সংগঠন জানিয়েছে তাদের মূল আন্দোলন চলবে। সরকার কেন ট্র্যাক্টর মিছিলকে শহরে ঢুকতে দিল তাই নিয়েও প্রশ্ন তুলেছে তারা। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এলেও, থমথমে অবস্থা এখন দিল্লির।