যশোরের ইছালী ইউনিয়নে আওয়ামী লীগের কর্মী সমাবেশ

‘নেতারা অনেক সময় ভূল করলেও তৃণমূল কর্মীরা কখনো কোন ভূল করেন না। ১৯৭০ এর নির্বাচনে তৃণমূল কর্মীরা আওয়ামী লীগকে বিজয়ী করেছিল বলেই বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে। নেতারা নয়, কর্মীরাই দলের বড় শক্তি। দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, তবে বিভেদ থাকা উচিত নয়।’

বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে যশোর সদরের ইছালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কর্মী সমাবেশ ও কাজী নাবিল আহমেদ এমপির পক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য আব্দুল মজিদের সভাপতিত্বে জগমহনপুর তেলপাম্প চত্বরে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন শিহাব’র সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও লেবুতলা ইউপি চেয়ারম্যান আলিমুজ্জামান মিলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইউপি নির্বাচনে নৌকা প্রতিক প্রত্যাশী মাজহারুল ইসলাম ও শহীদুজ্জামান শহিদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন. ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওয়াজেদ আলী, শরিফুল ইসলাম ও রফি উদ্দীন, যুবমহিলা লীগের সভাপতি জাহানারা খাতুন, সাধারণ সম্পাদক শ্যমলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু পরিষদ নেতা ফিরোজ হোসেন প্রমুখ।

এ সময় ইউপি সদস্য শহরবানু, যুবলীগ নেতা নাজমুল ইসলাম ও হাবিবুর রহমান, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রুহুল কুদ্দুস, ছাত্রলীগের সুমন হোসেনসহ ইউনিয়ন-ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে উপস্থিত নেতৃবৃন্দ যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ’র পক্ষে কয়েকশ শীতার্ত মানুষের হাতে কম্বল কম্বল তুলে দেন।