আইপিএল খেলতে চান পূজারা

মারকুটে ব্যাটসম্যানরা খেলে থাকেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল)। আইপিএল খেলুড়ে ক্রিকেটারদের তালিকায় পূজারা নামটা অনেকটা পেছনে পড়ে যায়। কিন্তু এ যুগের দ্রাবিড় নামে খ্যাত পূজারা শোনালেন ভিন্ন কথা। আইপিএল খেলতে চান তিনি। সুযোগ পেলে ভালো কিছু করার আত্মবিশ্বাস রয়েছে তার।

পূজারার স্ট্রাইক রেট কিছুটা কম হলেও গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান তিনি। সম্প্রতি এক সাক্ষাতকারে আইপিএল প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আইপিএলের অংশ হতে চাই। আমি আত্মবিশ্বাসী, সুযোগ পেলে ভালো করতে পারব।’

তবে তিনি যে আইপিএলে একেবারেই খেলেননি বিষয়টা এমন নয়। এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন পূজারা। ২০১০ সাল পর্যন্ত খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে খেলেছেন ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত। ২০১৪ সালে নাম লেখান কিংস ইলেভেন পাঞ্জাবে। কিন্তু এক মৌসুম খেলার পরই তাঁকে ছেড়ে দেয় দলটি। তারপর থেকে প্রতিবারই অবিক্রীত থেকে যাচ্ছেন পূজারা।