যশোর র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৩

যশোর র‌্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে৷

সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মাঝাইল মান্দারতলা গ্রাম এলাকার তরিকুল ইসলাম এর বাড়ীর উত্তর পাশের্ মাগুরা-ঢাকা হাইওয়ে রাস্তার উপর ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশী করে ফেন্সিডিল ও গাঁজাসহ ৩মাদক কারবারিকে গ্রেফতার করে র‌্যাব৷

সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন৷

গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর জেলার সদর উপজেলার রাজনগর ৫নং ওয়ার্ড এলাকার সাত্তার মন্ডলের ছেলে শমিরুল মন্ডল (২৮) ও খোদাবক্সের ছেলে আসান (৫০) এবং মেহেরপুর সদর উপজেলার বারাতী বাজার এলাকার মেহের আলীর ছেলে রিপন আলী (২৫)৷

র‌্যাব জানিয়েছে, সোমবার সকাল নয়টার দিকে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মোঃ আনিস-উজ-জামান ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন, (এক্স), বিএন এর যৌথ নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন মাঝাইল মান্দারতলা সাকিনস্থ জনৈক তরিকুল ইসলাম এর বাড়ীর উত্তর পাশের মাগুরা টু ঢাকা হাইওয়ে রাস্তার উপর ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে সন্দেহজনক একটি ট্রাক তল্লাশী করে৷ এসময় ৩ মাদক কারবারিকে, ১হাজার ৭ বোতল ফেন্সিডিল, ৪০কেজি গাঁজা, ১টি ট্রাক, টেক্স টোকেন সনদ ১টি, ফিটনেস সনদপত্র ১টি, রেজিষ্ট্রেশন সনদ ১টি, চাবি ১টি, মোবাইল ৩টি, সিমকার্ড ৩টিসহ হাতেনাতে গ্রেফতার করে। গ্রেফতার আসামীদের মাগুরা জেলার শ্রীপুর থানায় হস্তান্তর করে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারনী ক্রমিক ১৪(গ), ১৯(গ) ও ৪১ ধারায় মামলা হয়েছে৷