প্রার্থিতা ফিরে পেলেন বিএনপি প্রার্থী মারুফুল ইসলাম

maruful islam

যশোর পৌরসভা নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম। হাইকোর্টে করা রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন একটি বেঞ্চ।

বুধবার সকালে নির্ধারিত বেঞ্চটি এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন মারুফুল ইসলাম নিজেই।

এর আগে গত ৪ ফেব্রুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মেয়র প্রার্থী মারুফুল ইসলামের মনোনয়ন পত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। এরপর তিনি জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করেন। সেখানেও বাতিল হয় মারুফুল ইসলামের মনোনয়ন পত্র। প্রার্থিতা ফিরে পেতে মঙ্গলবার এই রিট করেন তিনি। বুধবার এই রিটের শুনানি অনুষ্ঠিত হয়।

নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু রিট ও রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সাবেক অ্যাটর্নি জেনারেল এএফএম হাসান আরিফ মেয়র প্রার্থী মারুফুল ইসলামের পক্ষে এই রিট করেছিলেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী মারফুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার। ঋণখেলাপির অভিযোগে বাতিল করা হয় মারুফুল ইসলামের মনোনয়নপত্র।