কোভিড-১৯ টিকা গ্রহন ও উদ্বুদ্ধকরনে বেনাপোলে আনছার সদস্যদের র‌্যালি

কোভিড -১৯ টিকা গ্রহন ও উদ্বুদ্ধকরন উপলক্ষে জনসচেতনা মুলক র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় শার্শা উপজেলা আনছার ভিডিপি সদস্যরা র‌্যালিটি বের করে।

র‌্যালিটি বড়আঁচড়া মোড় থেকে বের হয়ে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ঘুরে আনছার ক্যাম্পে যেয়ে শেষ হয়।

র‌্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে শার্শা থানা আনছার এর কমান্ডার রাছেল বলেন, কোভিড-১৯ একটি মরনব্যাধি রোগ। তবে এর থেকে সচেতন থাকলে কোন সমস্যা নেই। তাছাড়া বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় মানুষ এর মাঝে সচেতনতা মুলক আলোচনায় এই ভাইরাসটি কম হয়েছে। এছাড়া দেশে চলছে এই ভাইরাসের টিকা দান কর্মসুচি। আমরা তাই র‌্যালির মাধ্যেমে দেশের সকল জনগনকে টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করছি। কনোনার টিকা নিয়ে সকলে এই ভাইরাস থেকে মুক্ত থাকবে বলে আমার বিশ্বাস।