যশোরে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের আরো এক সদস্য আটক

যশোর শহরে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের আরো এক সদস্য হাফিজুর রহমানকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক হাফিজুর শহরের কারবালা ধোপা পাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান, পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশে যশোর জেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করার লক্ষে জেলা পুলিশের প্রতিটি ইউনিট দিন-রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চলছে।
সাড়াশি অভিযানের অংশ হিসেবে ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের আরো এক সদস্যকে শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড় থেকে আটক করা হয়।

এর আগে ১৮ ফেব্রুয়ারি ইজিবাইক থেকে চাঁদা আদায় চক্রের আরো দুই সদস্য পুরাতন কসবা পুলিশ লাইন টালিখোলা এলাকার মানেিকর বাড়ির ভাড়াটিয়া মোস্তফার ছেলে কামরুল ইসলাম ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে জাহিদ মোল্লাকে (২৫) চাদার ৮ শ ৪০ টাকাসহ আটক করে। এনিয়ে ইুজবাইক থেকে চাঁদা আদায় চক্রের মোট তিন সদস্যকে আটক করলো।