বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ

স্বাধীনতার সুবর্ণজয়ন্ত্রী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে বিক্ষোভে ও পরে হরতালে সারাদেশে কর্মীদের ওপর নির্যাতন ও গুলি করার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ করেছে।

শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তারা।

নামাজের আগে থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেটে অবস্থান নিতে শুরু করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। নামাজের পর তারা বিক্ষোভে অংশ নেন। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

বিক্ষোভ সমাবেশের বাইরে সড়কে আসা-যাওয়ার পথে কোনো মিছিল বা অবস্থান করবে না বলে আগে থেকেই জানানো হয়।

এদিকে মসজিদসহ আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় ও এর আশপাশের এলাকায় বাড়তি পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। প্রস্তুত রাখা হয় জলকামান ও সাজোয়া যান।

প্রেসক্লাব, কাকরাইল মোড়, গুলিস্তান জিরো পয়েন্টসহ আশপাশের এলাকাতেও পুলিশ সদস্যদের অবস্থান দেখা যায়। শান্তিপূর্ণ বিক্ষোভের পর মোনাজাতের মাধ্যমে শেষ হয় হেফাজতের পূর্বঘোষিত কর্মসূচি।