আন্দোলন করায় মিয়ানমারে সোয়া লাখের বেশি শিক্ষক বরখাস্ত

মিয়ানমারে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলের প্রতিবাদ করায় ১ লাখ ২৫ হাজারেরও বেশি স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। আইন অমান্য করে জান্তা সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়ায় তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

দেশটিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েকদিন আগে বিপুল সংখ্যক শিক্ষককে বরখাস্ত করার এই খবর এল। অভ্যুত্থানবিরোধী আন্দোলনের অংশ হিসেবে মিয়ানমারের অনেক শিক্ষক ও অভিভাবক এবারের শিক্ষাবর্ষ বয়কট করছেন।

গত বছরে জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে চলতি বছরের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। ক্ষমতা দখলের পাশাপাশি এনএলডি নেত্রী অং সান সুচিসহ অনেক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জান্তা সরকার। এর প্রতিবাদে গত কয়েক মাস ধরে চলা আন্দোলন ইতোমধ্যে দেশটিকে প্রায় পঙ্গু করে দিয়েছে।

নিপীড়নের শিকার হতে পারেন এই ভয়ে নিজের নাম বলতে রাজি না হওয়া এই শিক্ষক রয়টার্সকে জানিয়েছেন, অসন্তোষ উসকে দেয়ার অভিযোগে তার নাম আগে থেকেই জান্তার ‘ওয়ান্টেড লিস্টে’ আছে। শনিবার পর্যন্ত সামরিক কর্তৃপক্ষ এক লাখ ২৫ হাজার ৯০০ স্কুল শিক্ষককে বরখাস্ত করেছে। এছাড়া অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত মিয়ানমারে বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ১৯ হাজার কর্মীকেও বরখাস্ত করা হয়েছে।

শিক্ষকদের বরখাস্ত করার প্রসঙ্গে সামরিক জান্তার মুখপাত্র বা মিয়ানমারের শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া নিতে পারেনি রয়টার্স। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার শিক্ষা কার্যক্রম ফের চালু করতে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে ফেরার আহ্বান জানিয়েছে। দুই বছর আগের জরিপ অনুযায়ী, মিয়ানমারে মোট স্কুল শিক্ষকের সংখ্যা ৪ লাখ ৩০ হাজার।