নওগাঁয় বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

bojropat - biddut

নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় পৃথক বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার ১৯ জুলাই দুপুরে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার অধিকাংশ এলাকায় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি সঙ্গে হতে থাকে বজ্রপাত।

এতে উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত চকউমর দক্ষিণপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে আব্দুর রশীদ (৫৯) বাড়ির উত্তর মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।

এছাড়া একই সময় ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত আলতাদিঘী গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাসেল মাহমুদ (৩১) তার নিজ জমিতে কৃষিকাজ করা অবস্থায় এবং জগদল গ্রামের হেলাল হোসেনের মেয়ে বৃষ্টি খাতুন (১৫) মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যায়।

রাসেল মাহমুদ ও বৃষ্টি খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশের পক্ষে থানায় এ ব্যাপারে সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করা হয়েছে।