কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস এবং উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৩ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরও চার জন মারা গেছেন।

এছাড়াও একই সময়ে ২৫৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭ দশমিক ৪৮ শতাংশ।

মঙ্গলবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এই তথ্য জানান।

তিনি বলেন, জেলায় নতুন করে মারা যাওয়া ব্যক্তিরা কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনি আরও জানান, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৯ জন ব্যক্তি এবং জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪৩০ জন।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত ১৩ হাজার ৬৭৫ জন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছেন ৫০৮ জন।