বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় গ্রেপ্তার ৫৬২

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ১৪ দিনের কঠোর বিধিনিষেধের সপ্তম দিনে ৫৬২ জনকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশ।

ডিএমপির দাবি, বিনা কারণে ঘরের বাইরে বের হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও ঠুনকো কারণ দেখানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ২০৮ জনকে ১ লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ট্রাফিক বিভাগ ৪৮৯ গাড়ির বিপরীতে ১১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৮ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই গ্রেপ্তার ও জরিমানা করা হয়।

ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানার হার বাড়ানো হয়েছে। যাতে এটা দেখে অন্যরা কোনো ঠুনকো কারণে ঘরের বাইরে বের না হয়।

এর আগে চতুর্থ দিন (২৬ জুলাই) রাজধানী থেকে ৫৬৬ জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। ১৬৪ জনকে এক লাখ ২৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। গ্রেপ্তার ও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার বাইরেও ডিএমপির ট্রাফিক বিভাগ ৪৪৩টি গাড়ির বিপরীতে ১০ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে।