করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে যশোর জেলা প্রশাসনের অনুদান

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে স্বজনহারা ১৫০ পরিবারকে অনুদান দিয়েছে যশোরের জেলা প্রশাসন।

১৮ আগস্ট বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ অনুদানের টাকা তুলে দেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

এসময় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান জানান, করোনায় সরাসরি ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণের জন্য সিএসআর কর্মসূচির অংশ হিসেবে সোনালী ব্যাংক সাড়ে ৬ লাখ টাকা ও এনসিসি ব্যাংক ৫ লাখ টাকা জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছিল।

সেই অর্থ যশোরের একশো রিকশা ও ইজি বাইক চালক, পঞ্চাশজন জুতার কারিগরসহ করোনায় ক্ষতিগ্রস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। কাজী সায়েমুজ্জামান বলেন, ধারাবাহিকতা অনুযায়ী সোনালী ব্যাংকের অর্থে প্রত্যেক ব্যক্তিকে দুই হাজার টাকা করে নগদ দেয়া হয়েছে।

এছাড়াও জেলা প্রশাসনের মাধ্যমে আরো দুই হাজার টাকা যুক্ত করে করোনায় মৃত ব্যক্তির পরিবারকে মোট চার হাজার টাকা দেয়া হলো। মহামারি করোনায় ক্ষতিগ্রস্থ এসব পরিবারের সদস্যরা নগদ টাকা পেয়ে আবেগ তাড়িত হয়ে পড়েন।

তারা জানান, পরিবারের কোন সদস্য মারা গেলে সরকারের পক্ষ থেকে কোন ধরণের আর্থিক অনুদানের কথা চিন্তাও করেননি। তবে অনেকেই উপজেলা প্রশাসন হতে বিভিন্ন সহায়তা পেয়েছেন।

করেনায় চিকিৎসা করাতে গিয়ে তাদের অনেক টাকা ব্যয় করতে হয়েছে। তারপরেও পরিবারের সদস্যটিকে বাঁচাতে পারেননি। সব হারিয়ে তারা সর্বশান্ত হয়েছেন। জেলা প্রশাসনের অনুদান পেয়ে তারা কিছুটা হলেও মনের জোর খুঁজে পেয়েছেন।

অনুদান বিতরণকালে জেলা প্রশাসক মো তমিজুল ইসলাম খান বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো কেমন আছেন তা জানতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।

আমরা তাদের পাশে রয়েছি। এদের মধ্যে যারা সহায়তা পাওয়ার যোগ্য রয়েছেন তাদেরকে নগদ অনুদান দেয়া হচ্ছে। তাদের প্রতি আমাদের সহায়তার হাত সব সময়ই সম্প্রসারিত থাকবে।