কালীগঞ্জে নিরাপদ কৃষি পন্য পরিবহনের জন্য পিকআপ হস্তান্তর

ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকদের উৎপাদিত নিরাপদ কৃষি পন্য বাজারজাতকরন ও পরিবহনের জন্য উপজেলা প্রডিসার অরগানাইজেশন মার্কেট ম্যানেজমেন্ট কমিটিকে পিক আপ ভ্যান হস্তান্তর করা হয়েছে।

সোমবার উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে পিওএমএমসির সভাপতি ও সম্পাদকের হাতে পিক আপ ভ্যানের চাবি তুলে দেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার শিকদার মো: মোহায়মেন আক্তারসহ কৃষি বিভাবের কর্মকর্তারা। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ২ প্রজেক্ট (এনএটিপি- ২) এর আওতায় এগ্রিকালচার ইনোভেশন ফান্ড এআইএফ৩ র আওতায় কৃষি পন্য সরবাহারে জন্য এটি প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শিকদার মো: মোহায়মেন আক্তার জানান উপজেলা প্রডিসার অরগানাইজেশন মার্কেট ম্যানেজমেন্ট কমিটির মাধ্যমে এই পিক আপ প্রদান করা হয়েছে।

উপজেলার জিআইজি অন্তর্ভুক্ত প্রায় ৪ শ কৃষকের কাছ থেকে নিরাপদ কৃষি পণ্য গুলো পরিবহনের জন্য এটি প্রদান করা হয়েছে। এখানে সরকার ৫০% এবং পিওএমএমসি ৫০% টাকা দিয়ে এটি কিনেছে।