দেশের সকল উন্নয়নের একক দাবিদার শেখ হাসিনা: এমপি নাবিল

যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু বাংলায় স্বাধীনতা এনে দিয়েছেন।

আর তার কন্যা শেখ হাসিনা সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে রোল মডেল করেছেন। তাই সাধারণ মানুষ সবাই শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। শেখ হাসিনা ছাড়া মানুষ কাউকে বিশ্বাস করে না। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, চাকুরিজীবী সবার প্রতি শেখ হাসিনার সমান নজর দেন। শেখ হাসিনা সব শ্রেণির মানুষের ভরসার প্রতিক। দেশের সকল উন্নয়নের একক দাবিদার শেখ হাসিনা’।

আজ মঙ্গলবার বিকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ফুলতলা বাজার মোড়ে ও ইছালী ইউনিয়নের কুতুবপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এসব কথা বলেন।

পরে দোয়া মাহফিল শেষে গণভোজ বিতরণ করা হয়। ফুলতলা বাজারে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম মাজাহার ও যুগ্ম-আহবায়ক শহীদুজ্জামান শহীদ।

কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিদুর রহমান শহীদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মতিয়ার রহমানের সঞ্চলনায় ও সাবেক সাধারণ সম্পাদক শাহারুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, যুবলীগ নেতা ইদ্রিস আলী, আব্দুল ওয়াদুদ, আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ,

জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মাহাবুব আল বিদ্যুৎ, সাধারণ সম্পাদক আহসানুল করিম রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান শান্তি, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, বর্তমান সহ-সভাপতি রুহুল কুদ্দুস,

শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল, সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আলমগীর হোসেন, বঙ্গবন্ধু ছাত্র আইন পরিষদের জেলা সভাপতি মশিয়ার রহমান শান্তি, ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম শফিক, সোহেলা রানা প্রমুখ।

কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আব্দুর রহিমের সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম মাজহারের সার্বিক
ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ
নেতা আফজাল হোসেন, হাবিবুর রহমান, টিটো মিয়া, ইছালী ইউনিয়ন যুবলীগের আহবায়ক সাহাবার হোসেন শিহাব, সাবেক সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

এর আগে যশোর শহরের ৭ নং ওয়ার্ডে টিবি ক্লিনিক মোড়ে ও ৩ নং ওয়ার্ডের ঘোপে এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল প্রধান অতিথি হিসেবে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে গণভোজ বিতরণ করেন।

টিবি ক্লিনিক মোড়ে জেলা যুবলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মুন্সি মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শাহেদ হোসেন নয়ন, আওয়ামী লীগ নেতা দিন মোহাম্মদ, আলমগীর হোসেন, জামসেদ মুন্সি, কামরুল হাসান, জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি মুন্সি মাসুদ প্রমুখ।

এন এম খান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা সজিব হাসান রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ নেতা সুজন হোসেন, রেযোয়ান হোসেন জিসান, সবুজ খন্দকার বিপ্লব প্রমুখ।