১৮ বছরের কম বয়সীদের আপাতত টিকা নয়

১৮ বছরের কম বয়সীদের আপাতত টিকা দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার ৫ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ড. রোবেদ আমিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মডার্না এবং ফাইজারে ভ্যাকসিন দেওয়া হতে পারে।

শনিবার বিকেল ৫টা পর্যন্ত টিকা নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি ৭৬ লাখ ১৫ হাজার ১৫৮ জন।

এদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তিন কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন ও পাসপোর্টের মাধ্যমে পাঁচ লাখ ১০ হাজার ৭০৯ জন নিবন্ধন করেছেন।