পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করতে হবে: শাজাহান খান

shajahan khan

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান বলেছেন, করোনাকালীন সময়ে পরিবহন চলাচল বন্ধ থাকায় শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। যেসব এলাকার সড়কে চাঁদাবাজি হচ্ছে সেখানকার চাঁদাবাজি বন্ধ করতে হবে।

শ্রমিকদের কোনো ধরনের হয়রানি করা যাবে না। পরিবহন শ্রমিকদের কোথায় বেআইনিভাবে হয়রানি করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি রবিবার হবিগঞ্জে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ের হলরুমে জলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ আয়োজিত সড়ক পরিবহন সেক্টরে বিদ্যমান সমস্যার প্রেক্ষিতে আয়োজিত মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

তিনি শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, কোনো শ্রমিক আইনের বাইরে যেতে পারবে না। শ্রমিকদের আইন মেনে চলতে হবে। মহাসড়কে অবৈধ সিএনজি অটো-চলাচল বন্ধ করতে হবে।