এক মাছের দাম ৩৪০০০ টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিলুপ্ত প্রজাতির বিশাল এক ঢাই মাছ। পদ্মার ঘোলা পানিতে মূলত ঢাই মাছের আবাস থাকলেও বর্তমানে তা বিলুপ্ত প্রায়।

আগের পদ্মার ভরা যৌবনে এই মাছ পাওয়া যেত। বর্তমানে এই মাছটি বিলুপ্ত প্রায়। শনিবার ১১ সেপ্টেম্বর গোয়ালন্দ উপজেলার পদ্মার নদীর দৌলতদিয়া এলাকায় রাম হালদার নামের এক জেলের জালে বড় আকৃতির ঢাই মাছটি ধরা পড়ে।

পরে স্থানীয় মৎস্য আড়তে মাছটি বিক্রির জন্য নিয়ে গেলে সেটির ওজন হয় ১১ কেজি। পরে দৌলতদিয়া মৎস্য আড়ত থেকে ৩ হাজার ১০০ টাকা কেজি দরে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান মিয়া ৩৪ হাজার ১০০ টাকা দিয়ে মাছটি ক্রয় করেন।

স্থানীয়রা জানান, ঢাই মাছ বর্তমানে বিলুপ্ত প্রজাতির মাছ। এক সময় পদ্মায় অনেক ঢাই মাছ পাওয়া যেতো। জলবায়ু পরিবর্তনের কারণে মাছটি এখন খুব কম পাওয়া যায়। তাই স্থানীয়রা মাছটি দেখতে ভিড় করেন।

জানা যায়, ঢাই মাছ দেখতে অনেকটা পাঙাশ মাছের মতো এবং খেতে অনেক সুস্বাদু। খুব সহজে মাছটি জেলেদের জালে ধরা পড়ে না।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যাবসায়ী মো. শাজাহান শেখ বলেন, প্রতিদিনের মতো দৌলতিদিয়া মৎস্য আড়তে মাছ কিনতে যাই। এসময় বিলুপ্ত প্রজাতির ঢাই মাছ দেখে সর্বোচ্চ দামে মাছটি ক্রয় করি।

রাজবাড়ীর জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ঢাই মাছটি প্রায় বিলুপ্তির পথে। বর্তমানে পদ্মায় মাঝে মাঝে ঢাই মাছ পাওয়া যাচ্ছে। ঢাই মাছ কিভাবে রক্ষা করা যায় সেই ব্যবস্থা গ্রহণের জন্য চেষ্টা করা হবে।