সংক্রমণ বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়লে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

শনিবার ১১ সেপ্টেম্বর দুপুরে জামালপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

মহামারি করোনা ভাইরাসের কারণে বন্ধ ঘোষণার প্রায় ১৭ মাস পর আগামীকাল রোববার (১২ সেপ্টেম্বর) খুলতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান।

তিনি বলেন, দেড় বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর রোববার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্যবিধি মেনে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হতে যাচ্ছে।

তারপরও করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে গেলে প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেওয়া হবে।

দীপু মনি বলেন, সব ধরনের স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। আশা করি কেউ করোনায় সংক্রমিত হবে না। কারণ, সেখানে সব ধরনের স্বাস্থ্যবিধি মানা হবে।

কিন্তু অভিভাবকদের সতর্ক থাকতে হবে। তাঁদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, বাড়িতে যদি পরিবারের কোনো সদস্য বা শিক্ষার্থীদের মধ্যে উপসর্গ থাকে, তাহলে ওই শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো যাবে না।