তিন দিনেও উদ্ধার হয়নি শার্শার হাসপাতালের চুরি যাওয়া নবজাতক 

শার্শার নাভারন থেকে গত তিন দিন আগে আগে চুরি যাওয়া নবজাতক শিশু এখনো উদ্ধার হয়নি। দুই দিন বয়সী ওই শিশুটি নাভারন ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টর থেকে গত বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর চুরি হয়।

এ ব্যপারে থানায় নবজাতক চুরির অভিযোগ দায়ের হলেও এখনো উদ্ধার হয়নি নবজাতকটি। চুরি হওয়া নবজাতকটির বাবা বিল্লাল হোসেন জানান, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তার স্ত্রী রোকসানাকে সন্তান প্রসবের জন্য নাভারন ক্লিনিকে আনা হয়।

ওই দিন রাতেই তার স্ত্রী একটা কন্যা সন্তান জন্ম দেন। বৃহস্পতিবার বিকেলে তার স্ত্রী বাচ্চাটিকে হাসপাতালের বেডে রেখে টয়লেটে যান। কিন্তু ফিরে এসে দেখেন, তার বাচ্চাটি সেখানে নেই। পরে হাসপাতালের চারদিকে খোঁজাখুঁজি করেও বাচ্চাটি কোথাও পাওয়া যায়নি।

পরে হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় বোরকা পরা এক নারীকে নবজাতকটি নিয়ে চলে যেতে দেখা যায়।
স্থানীয় একটি সুত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন এই চুরির সাথে হাসপাতালের লোকজনের যোগ সাজস থাকতে পারে।

এর আগেও শার্শার নাভারন ও বাগআচড়া হাসপাতাল থেকে নবজাতক চুরি হয়েছে। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন নবজাতক শিশুটিকে এখনো পাওয়া যায়নি। তাকে উদ্ধার এর জন্য পুলিশের অভিযান অব্যহত রয়েছে।