১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবে উদ্বেগের কিছু নেই: তথ্যমন্ত্রী

hasan mahmud
ফাইল ছবি

১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলবের বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের ইন্টেলিজেন্স ইউনিট কেন ১১ সাংবাদিক নেতার ব্যাংক হিসাব তলব করেছে তা আমি জানি না। বিষয়টি পত্রিকায় দেখেছি। এটি কেন হলো তা আমিও খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তবে এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। তাদের আর্থিক অবস্থা সম্পর্কে আমি জানি।

এই সাংবাদিকদের আর্থিক রিপোর্ট পাওয়ার পর যারা তাদের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছেন তারা ব্যাপারটা বুঝতে পারবেন। ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এই আইন যেন প্রতিবন্ধক না হয়,

আইনটির যেন অপব্যবহার না হয় সেই বিষয়টি দেখতে সংশ্লিষ্ট দপ্তরকে বলা আছে। এ ব্যাপারে সাংবাদিকরা মতামত দিলে তা গ্রহণ করা হবে।

তথ্যমন্ত্রী বলেন, বহুমাত্রিক সমাজ প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন আছে। যে মানুষগুলো স্বপ্ন দেখতে ভয় পান তাদের জন্য অনুসন্ধানী প্রতিবেদন দরকার আছে।

তিনি বলেন, অন্যায় যখন গণমাধ্যমে প্রকাশিত হয় তখন অন্যায়কারীরা জনগণের কাছে পার পায় না। এজন্য গণমাধ্যমের স্বাধীনতা দরকার আছে।