ঝিনাইদহের প্রিয় মুখ লুতু মিয়া চলে গেলেন না ফেরার দেশে

দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটনের চাচা এবং বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস এর পিতা লুৎফর রহমান লুতু মিয়া আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

রোববার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর।

তিনি স্ত্রী, চার ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।পারিবারিক সূত্রে জানাযায়, গত ২৩ সেপ্টেম্বর লুতু মিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকাল ৩.১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন। রোববার রাত ৮ টায় ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে জানাযা শেষে ঝিনাইদহ পৌর কবরস্থানে সমাজসেবক লুৎফর রহমান লুতু মিয়ার দাফণ সম্পন্ন করা হয়েছে ।

স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তর ঝিনাইদহ শহরের সাংস্কৃতি ও ক্রিড়া ক্ষেত্রে তার অবদান অনস্বীকার্য্য।

ঝিনাইদহ মানুষের কাছে তিনি লুতু মিয়া নামে পরিচিত ছিলেন। তার মৃত্যুর খবরে ঝিনাইদহের রাজনৈতিক, সামাজিক ও ক্রিড়াঙ্গনে শোকের ছায়া নেমে আসে।