জাতিসংঘে সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছি

hasina
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের ৭৬তম অধিবেশনে কোভিডমুক্ত একটি বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে টিকার সার্বজনীন ও সাশ্রয়ী মূল্যে প্রাপ্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করি।

টিকা বৈষম্য দূরীকরণে আমি কোভিড-১৯ টিকাকে ‘বৈশ্বিক সম্পদ’ হিসেবে বিবেচনা করার জন্য বিশ্বনেতৃবৃন্দের প্রতি আহ্বান করি।

সোমবার ৪ অক্টোবর বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন অংশগ্রহণ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী একথা জানান।

তিনি বলেন, এবারের জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মূল বিষয়গুলো বাংলাদেশের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক ছিল।

বিশেষত কোভিড-১৯ টিকার সার্বজনীন প্রাপ্যতা ও মহামারি থেকে টেকসই পুনরুদ্ধার সংক্রান্ত শীর্ষ সভাসমূহে বাংলাদেশের অংশগ্রহণ ছিল অত্যান্ত গুরুত্বপূর্ণ।