হোয়াইটওয়াশ এড়াতে পারলো না টাইগাররা

শেষ ওভারে অবিশ্বাস্য কিছু করতে যাচ্ছিল বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ বল হাতে অধিনায়কোচিত বোলিং পারফরম্যান্সই উপহার দিয়েছিলেন। শিকার করলেন তিন উইকেট।

জয়টা ছিল টাইগারদের হাতের মুঠোয়। কিন্তু তখনো নাটকীয়তা বাকি। মাহমুদউল্লাহ রিয়াদ শেষ বল ছুড়লেও মোহাম্মদ নওয়াজ মোকাবেলা না করে সরে দাঁড়ালেন। বলটা স্টাম্প ভাঙল।

কিন্তু আম্পায়াররা আউট দিলেন না। আসলে তখনই জয়টা টাইগারদের হাতছাড়া হয়ে যায়। শেষ বলে চার মেরে জয় ছিনিয়ে নেন নওয়াজ।শেষ বলে রোমাঞ্চ ছড়িয়ে হোয়াইটওয়াশ এড়াতে পারল না টাইগাররা।

পাকিস্তানের কাছে হার মানল ৫ উইকেটে। মাহমুদউল্লাহ বলটা করলেন আম্পায়ারের পিছন থেকে। সেটা দেখেই বল ছোঁড়ার পর নিজেকে গুটিয়ে নিয়ে ক্রিজ থেকে খানিকটা সরে যান মোহাম্মদ নওয়াজ।

টাইগার ক্যাপ্টেন এ নিয়ে নওয়াজের কাছে কিছু জিজ্ঞাসাও করেন। উত্তরে মাহমুদউল্লাহকে সন্তুষ্টই মনে হলো। ফলে বলটি হয়ে ডট। পরে শেষ বলে বাউন্ডারি মেরে ম্যাচ জিতিয়ে দেন নওয়াজ।

অথচ শেষ ওভারে দরকার ছিল ৬ বলে ৮ রান। সরফরাজ আহমেদ, হায়দার আলী ও ইফতিখার আহমেদকে মাহমুদউল্লাহ ফিরিয়ে দিলে জয় থেকে হাত ছোঁয়া দূরেই ছিল লাল-সবুজের প্রতিনিধিরা।