ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে যশোরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২ ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ উপলক্ষে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের আয়োজনে যশোরে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এমএমডিএফ বিডির কার্যালয়ে যশোরের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে নিয়ে সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্কের বিষয় ছিলো ‘২০৪১ নয় ২০৩৬ সালের মধ্যেই উন্নত দেশে রুপান্তরিত হবে বাংলাদেশ’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও এমএমডিএফ বিডির সাবেক চেয়ারম্যান জহির ইকবাল নান্নু।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যশোর স্টার্টআপ এর সাধারণ সম্পাদক রোকেয়া আক্তার, নাজিবা বুটিকস এর পরিচালক নতুন দস্তুগীর, যশোর স্টার্টআপের সহ-সভাপতি মুনছুর হাওলাদার,

রকিবুর রহমান রাকিব, আশা হস্তশিল্পের পরিচালক ফাতেমা তুজ জোহরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ এগিয়ে চলেছে, ডিজিটাল বাংলাদেশ, পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এক সময় আমাদের স্বপ্ন ছিলো, এখন তা বাস্তব।

উন্নত বাংলাদেশ এখন আমাদের স্বপ্ন থাকলেও আপনাদের মতো মেধাবীদের হাত ধরে তা বাস্তবে রুপ নিবে।
সরকারের পাশাপাশি স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।

বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করেন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বাংলাদেশের সভাপতি শ্রাবণী আক্তার বণ্যা।