৬ জেলায় বিএনপির সমাবেশ বুধবার

bnp logo

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বুধবার ছয় জেলায় সমাবেশ করবে দলটি। এগুলো হচ্ছে- রাজশাহী, চাঁদপুর, রংপুর, খুলনা, চট্টগ্রাম ও সিলেট।

বুধবার থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত একই দাবিতে ৩৯ জেলায় সমাবেশ করবে বিএনপি। করোনার বিস্তার ঠেকাতে গত সোমবার সমাবেশ বন্ধসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার থেকে এ বিধিনিষেধ কার্যকর হবে। এর পরিপ্রেক্ষিতে বিএনপির সমাবেশের ক্ষেত্রে দলের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

তবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাদের ঘোষিত সমাবেশ কর্মসূচি চলবে। এসব সমাবেশে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রত্যেক জেলার জন্য পৃথক কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

বিএনপির ঘোষিত কর্মসূচিতে বুধবার বরিশাল দক্ষিণ জেলার কর্মসূচি উল্লেখ থাকলেও সেটা আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এর আগে সারাদেশে মানববন্ধন, গণঅনশন, জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয়া, বিভাগীয় সমাবেশ সহ ৩২ জেলায় সমাবেশ কর্মসূচি পালন করেছে বিএনপি।