রাজধানী মগবাজার মোড়ে দুই বাসের পাল্লাপাল্লিতে মো. রাকিব (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান এই নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, গুরুতর আহতাবস্থায় শিশু রাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পৌনে ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
রাকিবকে হাসপাতালে নিয়ে আসা একজন পথচারী জানান, মগবাজার মোড় আজমেরী পরিবহণের একটি বাস ও অন্য একটি বাসের মাঝখানে পড়ে গুরুতর আহত হয় শিশু রাকিব।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বরেন, ময়না তদন্তের জন্য রাকিবের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।