হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের উদ্যোগে কনকনে শীতে শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের একটু উষ্ণতা দিতেই মানননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উপহার পৌঁছে দিতেই এমন উদ্যোগ।

তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার অ-স্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ১’শ ৮০ টি কম্বল এবং ছিন্নমূল দুঃস্থ অ-স্বচ্ছল পরিবারসহ রঘুনাথপুর ইউনিয়নের ভূমি অফিসের আওতাধীন কালাপাডিয়া আবাসন প্রকল্পের পূনর্বাসিত পরিবারের মাঝে ১’শ ৫০ টি কম্বলসহ প্রায় ৩’শ ৫০ টি কম্বল শীতার্থদের মাঝে শীত বস্ত্র হিসেবে বিতরণ করলেন হরিণাকুন্ডু উপজেলা সহকারী কমিশনার ভূমি সেলিম আহম্মেদ।

সোমবার বিকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ জামাল হোসেন।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ বলেন,এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না।

প্রধানন্ত্রী শেখ হাসিনা আপনাদের জন্য এই শীতে আপনাদের কষ্ট লাঘবের জন্য আপনাদের জন্য শীতবস্ত্র পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহার ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে হরিণাকুন্ডু উপজেলা প্রশাসন।