ময়মনসিংহে করোনায় ৮ দিনে ৩২ জনের মৃত্যু

ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন। এ নিয়ে গত ৮ দিনে ৩২ জন মারা গেছেন। এ ছাড়া মোট ৮২ জন ভর্তি রোগীর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে আইসিইউতে নেওয়া হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) ময়মনসিংহ মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডের ফোকাল পার্সন মো. মহিউদ্দিন খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। প্রতিদিনই বাড়ছে নতুন নতুন আক্রান্তের সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহে ২৩০ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। তবে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। ওয়ান স্টপ ফ্লু কর্নার এ গত ২৪ ঘণ্টায় মোট সেবা নিয়েছেন ২৪৯ জন।

এ ছাড়া টেলিমেডিসিন সেবা নিয়েছেন ১৮ জন। করোনা প্রতিরোধে ময়মনসিংহে টিকাদান কর্মসূচি চালু রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সচেতনতামূলক ক্যাম্পেইন চলছে।

পরিবহন শ্রমিকদের টিকা দানে আন্তঃজেলা বাস টার্মিনালে ৩ দিনব্যাপী বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে সিটি করপোরেশন।