যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের টিকাদান কর্মসূচি শুরু

যশোরে এবার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। জেলার শতভাগ মানুষকে করোনা টিকার আওতায় আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

এ কর্মসূচির আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) নারী, পুরুষ ও শিশুদেরকে বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে করোনার টিকা প্রদান করা হবে।যশোর জিলা স্কুল অডিটেরিয়ামে চলবে এই কার্যক্রম।

মঙ্গলবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন,

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম আযম,সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস, যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, সহকারি তথ্য কর্মকর্তা এলিন সাইদুর রহমান,

সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কামরুল ইসলাম জাহাঙ্গীর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর আবু মাউদ, জেলা প্রতিবন্দী কর্মকর্তা মুনা আফরিন প্রমুখ।