যশোরে সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাড়ম্বরে যশোরে সাপ্তাহিক সাম্প্রতিক দেশকালের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠার নয় বছর, উদ্দীপ্ত ৯ শীর্ষ স্লোগান ধারণ করে যশোরে আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দীন পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান।

আলোচনাকালে প্রধানঅতিথি যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, দেশের উন্নয়নে সংবাদপত্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সমাজের নানা অসঙ্গতি তুলে ধরাই কেবল সংবাদপত্রের কাজ নয়, বরং তা থেকে উত্তরণেও পথ দেখায় তারা। মানুষের কল্যাণে, সোনার বাংলা গড়তে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে সাম্প্রতিক দেশকাল সম্পাদক ইলিয়াস উদ্দীন পলাশ বলেন, দেশের মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকেই সাম্প্রতিক দেশকালের অভিযাত্রা।

যশোর থেকে শুরু হলেও পত্রিকাটি আজ জাতীয় পর্যায় থেকে প্রকাশ হচ্ছে। এই পত্রিকাটি অন্য যেকোনও পত্রিকার চেয়ে ভিন্ন। দেশপ্রেম আমাদের প্রথম প্রায়োরিটি।

খুব শিগগিরই আমরা বর্ধিত কলেবরে সাম্প্রতিক দেশকাল প্রকাশে সচেষ্ট হবো; যাতে পত্রিকার গুণগতমানটি অক্ষুণ থাকে। সভায় অন্যদের মধ্যে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মো. মুস্তাফিজুর রহমান,

যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম, আইউব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক নূর ইমাম বাবুল আলোচনা করেন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাম্প্রতিক দেশকালের যশোর প্রতিনিধি গোলাম মোস্তফা মুন্না। প্রেসক্লাব যশোরের দপ্তর সম্পাদক তৌহিদ জামানের উপস্থাপনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাম্প্রতিক দেশকালের সার্কুলেশন ম্যানেজার আলমগীর হোসেন,

দৈনিক সমাজের কাগজের সম্পাদক সোহরাব হোসেন, প্রেসক্লাব যশোরের সাবেক সহ-সভাপতি মনোতোষ বসু, দৈনিক কল্যাণের সম্পাদক (উন্নয়ন) আব্দুল ওয়াহাব মুকুল, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, সময় টিভির জুয়েল মৃধা।