যশোরে তিন আসামির বিভিন্ন শর্তে মুক্তি

court jessore
ফাইল ছবি

যশোরে পৃথক তিন মামলায় তিন আসামির সাজা প্রদান করে বিভিন্ন শর্তে এক বছরের প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। বুধবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস মাদক মামলার সাজা প্রদান শেষে এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট লতিফা ইয়াসমিন কমল ও ভীম সেন দাস।
আদালতের বেঞ্জ সহকারী আব্দুল কাইয়ুম জানায়, বুধবার মাদক মামলায় তিন আসামিকে এক বছরের জন্য প্রবেশনে মুক্তি দেয়া হয়েছে।

তারা হলেন, বেনাপোল ভবের বেড় গ্রামের বাবলা হোসেনের স্ত্রী পারুল বেগম, যশোর শহরের রায়পাড়া কয়লা পট্টি এলাকার মোহাম্মদ আলীর ছেলে আব্দুল করিম ও খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের শাহজাহান আলীর ছেলে আব্দুর রহমান।

উল্লেযোগ্য শর্তগুলোর মধ্যে আসামি পারুল বেগমকে তিনমাস পর এক ঘন্টা আবাসিক মেডিকেল অফিসারের তত্বাবধানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবামুলক কাজ করতে হবে।

এছাড়া আব্দুল করিমকে নিজ এলাকার মজজিদে প্রতি শুক্রবার মসজিদ পরিস্কার পরিচ্ছন্ন কাজে খাদেমকে সহযোগিতা করতে হবে। একজন প্রতিবন্ধীকে নিয়মিত দেখাশোনা ও বাড়ির আঙ্গিনায় পাঁচটি গাছ লাগাতে হবে।

এছাড়া আব্দুর রহমানকে নিজ এলাকায় এতিমখানায় সমর্থ অনুযায়ি প্রতিমাসে একবেলা খাওয়াতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেলেখা বই পড়ে প্রবেশন অফিসারের কাছে সারমর্ম পাঠাতে হবে ও নিজ বাড়িতে পাঁচটি গাছ লাগাতে হবে।

উল্লেখ্য, আসামিদের কারাগারে পূর্ন মেয়াদে সাজা খাটার পরিবর্তে বাড়িতে কিছু শর্তমেনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার
অধিনে থেকে সাজার মেয়াদ শেষ করাকে বলে প্রবেশনে মুক্তি। প্রবেশনকালীন শর্তভঙ্গ করলে আসামিদের কারাভোগ করতে হবে।