কেশবপুরে ভর্তূকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু

যশোরের কেশবপুর উপজেলায় তালিকা করে প্রায় সাড়ে ১৪ হাজার পরিবারের মধ্যে ভর্তূকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে।

রোববার গৌরিঘোনা, পাঁজিয়া, হাসানপুর, ত্রিমোহিনী ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে।

কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌর সভায় মোট ১৪ হাজার ৩৮০ পরিবারকে টিসিবির আওতায় নেয়া হয়েছে।

এরমধ্যে ত্রিমোহিনী ইউনিয়নে কার্ডধারীর সংখ্যা ৭৩৫ টি। সাগরদাঁড়ি ইউনিয়নে ১৫৮৫ টি, মজিতপুর ইউনিয়নে ১১৭০ টি, বিদ্যান্দকাটি ইউনিয়নে ৮৫৯ টি,

মঙ্গলকোট ইউনিয়নে ১১৮৫ টি, কেশবপুর সদর ইউনিয়নে ১০৯২ টি, পাঁজিয়া ইউনিয়নে ১২৭৮টি, সুফলাকাটী ইউনিয়নে ৮১৯ টি, গৌরিঘোনা ইউনিয়নে ১০৬৭ টি,

সাতবাড়িয়া ইউনিয়নে ৯৮৯ টি ও হাসানপুর ইউনিয়নে ৭৬২ টি এবং কেশবপুর পৌরসভায় কার্ডধারী সুবিধা ভোগির সংখ্যা ২ হাজার ৮৩৯ টি। কার্ডধারী প্রতিটি পরিবার পাচ্ছে ১১০ টাকা দরে ২ কেজি সয়াবিন তৈল,

৬৫ টাকা দরে ২ কেজি মসুরি ডাল, ৫৫ টাকা দরে ২ কেজি চিনি। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, উপজেলার ৩২টি পয়েন্টে আগামী ১২ দিনের মধ্যে টিসিবি পণ্য দেয়া শেষ হবে।

সঠিক ভাবে পণ্য বিতরণের জন্য প্রতিটি পয়েন্টে একজন করে দাপ্তরিক অফিসারকে ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী পবিত্র রমজান মাস উপলক্ষে দ্বিতীয় দফা টিসিবি পণ্য দেয়া হবে।