পুরো টুইটার কিনে নেয়ার প্রস্তাব দিলেন এলন মাস্ক

Elon Musk

মার্কিন ধনকুবের এলন মাস্ক ৪৩ বিলিয়ন ডলারে টুইটার কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন। খবর সিএনএনের৷

তিনি মনে করেন টুইটার পরিবর্তন হওয়া উচিত। বর্তমান কাঠামোয় টুইটারের উন্নতি সম্ভব নয়, তাছাড়া এটি মানুষের চাহিদাও পূরণ করতে পারবে না।

এমন কথা জানিয়ে টুইটারের চেয়ারম্যান ব্রেট টেইলরের কাছে চিঠিও দিয়েছেন এলন মাস্ক। কয়েকদিন আগেই টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন টেসলার কর্ণধার।

এবার পুরো সামাজিক মাধ্যমটিই কিনে নেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমটির চেয়ারম্যানের কাছে মাস্ক জানিয়েছেন, যদি পুরো টুইটারের মালিকানা তিনি না কিনতে পারেন তাহলে যে শেয়ার কিনেছেন সেটিও ভেবে দেখবেন তিনি।

জানা গেছে মাস্ক টুইটার কেনার আনুষ্ঠানিক প্রস্তাব জমা দিয়েছেন বৃহস্পতিবার। এতে টুইটারের প্রতিটি শেয়ারের জন্য ৫৪ ডলার ২০ সেন্ট করে দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কের প্রস্তাবিত শেয়ার মূল্য ১ এপ্রিলে টুইটার শেয়ারমূল্যের ওপর ৩৮ শতাংশ প্রিমিয়াম ধরা হয়েছে বলে।

মাস্ক টুইটারের ৯.২ শতাংশ শেয়ার কিনেছেন, সে খবর প্রকাশের আগে লেনদেনের শেষ দিন ছিল ১ এপ্রিল।

এদিকে শেয়ার কেনার পরই মাস্ককে পরিচালনা পর্ষদে যোগ দেয়ার প্রস্তাব দিয়েছিল টুইটার৷ কিন্তু এ প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি৷ কারণ পরিচালনা পর্ষদে যোগ দিলে তিনি একটি নির্দিষ্ট সংখ্যক শেয়ারের বেশি তিনি আর কোনো শেয়ার কিনতে পারবেন না।

সূত্র: সিএনএন