সবজি বিক্রি করতে এসে প্রাণ হারালেন ৩ জন

road accident

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যানের যাত্রী কৃষক তাজু মিয়া (২৫) ও সবুজ মিয়া (৩০) এবং অটোভ্যান চালক সোহেল মিয়া (৩৫) নিহত হয়েছেন।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ৮ টার দিকে পলাশবাড়ী উপজেলার বিটিসি মোড় (মহেশপুর) এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তাজু মিয়া রংপুরের পীরগঞ্জ উপজেলার মধ্য চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে ও সবুজ মিয়া একই গ্রামের দুলা মাস্টারের ছেলে এবং সোহেল মিয়া একই উপজেলার দাড়িয়াপুর গ্রামের সোলায়মান আলীর ছেলে।

পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) রূপ কুমার জানান, তাজু ও সবুজ নিজ ক্ষেতের সবজি নিয়ে বিক্রির জন্য অটোভ্যান যোগে পলাশবাড়ী মহেশপুর সবজিহাটে যাচ্ছিছিলেন।

পথে ওই এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নিউ সাফা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সবজিবাহী অটোভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাজু ও সোহেল নিহত হন।

আহত সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তিনিও মারা যান। তিনি আরও জানান, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে বাস চালক ও তার সহকারী পালিয়ে গেছে।