‘অর্থহীন যুদ্ধে’ রাশিয়ার ২৩ হাজার সেনা নিহত: জেলেনস্কি

ইউক্রেন অভিযানে এখন পর্যন্ত রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনার প্রাণ গেছে। এই সেনা অভিযানকে ‘অর্থহীন যুদ্ধ’ বলে আখ্যা দিয়ে এমন দাবিই করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে স্বঘোষিত ‘বিশেষ অভিযান’ শুরু করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশাসন।

শনিবার দিবাগত রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, দেশের পূর্বাঞ্চলে আমাদের সেনাদের ওপর হামলা চালাতে দখলদাররা আরও সেনা মোতায়েন করেছে।

খারকিভ অঞ্চলেও তারা সেনার পরিমাণ বাড়াচ্ছে, ডনবাসে আরও চাপ প্রয়োগের চেষ্টা করছে। তারা এরই মধ্যে এই অর্থহীন যুদ্ধে ২৩ হাজারের বেশি সেনা হারিয়েছে। কিন্তু এখনও তারা ক্ষান্ত হচ্ছে না।

তার দাবি, রাশিয়া জানে আগামী দিনগুলোতে আরও বেশি সেনা নিহত ও আহত হবে। তিনি বলেন, তারপরও কেন রাশিয়ার সেনাদের এটা করা দরকার,

তাদের পরিবারেরই বা কী দরকার এসবে? যুদ্ধ করতে অস্বীকৃতি জানালে ভয়াবহ পরিণতির শিকার হতে হবে বলে রাশিয়ার কমান্ডাররা তাদের সেনাদের সাথে মিথ্যাচার করছে।

যদিও জেলেনস্কির এমন দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ভ্লাদিমির পুতিনের রুশ প্রশাসন।

সূত্র: আল জাজিরা ও কিয়েভ পোস্ট