সন্তানদের বেড়াতে পাঠিয়ে বাড়ি ফেরা হল না স্কুল শিক্ষিকার

যশোরের বেনাপোলে ঈদের পরের দিন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত একজন স্কুল শিক্ষিকার দু’দিন পর মৃত্যু হয়েছে।

শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান বলেন, শুক্রবার ভোরে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আকলিমা খাতুন ৩৫ শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। তিন সন্তানের জননী আকলিমা বেনাপোলের উত্তর কাগজপুকুর গ্রামের হোমিও চিকিৎসক আদম আলির স্ত্রী।

স্বজনদের বরাতে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান বলেন,ঈদের পরের দিন বুধবার বিকেলে আকলিমা সন্তানদের নানা বাড়ি বেড়াতে পাঠানোর জন্য কাগজপুকুর বাসস্ট্যান্ডে যান।

সেখান থেকে সন্তানদেরকে গাড়িতে তুলে দিয়ে রাস্তা পারাপারের সময় একজন মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্নক ভাবে মাথায় আঘাত পায়।

পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠায়। পরে আকলিমাকে উন্নত চিকিৎসার জন্য ওই দিনই ঢাকায় পাঠানো হয়।