কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনের মধ্যে প্রতিদন্ধিতার আভাস

আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে কেশবপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী ভোটের মাঠে নেমেছেন। তাদের ভোট প্রার্থনা করতে প্রচন্ড গরম উপেক্ষা করে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা গ্রাম্য হাটবাজারে পথসভা থেকে শুরু করে কখনো গ্রামে কখনো ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট প্রার্থনা করছেন ।

জানা গেছে, ১ টি পৌর সভা ও ১১ টি ইউনিয়ন নিয়ে কেশবপুর উপজেলা পরিষদ গঠিত। এ উপজেলায় মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ২০ হাজার ৯৫৭। ভোট কেন্দ্র হলো ৯৫ টি। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, আগামী ৮ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা হলেন
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ( মার্কা শালিক পাখি),
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ (মার্কা ঘোড়া), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু (মার্কা দোয়াত কলম), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না (মার্কা হেলিকপ্টার), বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ইমদাদুল হক রিপন ( মার্কা আনারস), ওবায়দুর রহমান (মার্কা জোড়া ফুল), অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান উজ্জল( মার্কা মোটরসাইকেল) ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল্লাহ আল মামুন মার্কা (তালা), গাজী মনিরুজ্জামান ( মার্কা টিউবওয়েল), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ( মার্কা মাইক), বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক (মার্কা উড়োজাহাজ) ও সুমন সাহা (মার্কা চশমা)। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুইজন হলো উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল( মার্কা ফুটবল) ও সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম (মার্কা কলস)।

কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মফিজুর রহমান মফিজ, কাজী মুজাহিদুল ইসলাম পান্না, নাসিমা সাদেক চম্পা,
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নুর আহসান বাচ্চুর মধ্যে প্রতিদন্ধিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল এর অবস্থা বেশ ভালো বলে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে ।