যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা খুবই শক্তিশালী: মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আবদুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রে ব্যবসায়ীরা খুবই শক্তিশালী। বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। তাদের সঙ্গে ভালো সম্পর্ক হলে অনেক নিষেধাজ্ঞা উঠে যাবে।

সোমবার ৯ মে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের বৈঠক শেষে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের ২৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি এ বৈঠকে অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশে যে বিনিয়োগ করেছে তার ৯০ শতাংশ জ্বালানী খাতে।

আমরা তাদের আইসিটিসহ অন্যখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। আমরা বিশ্বের সকল স্থানে মুক্ত বাজার চাই। রেডি মেন্ট সাড়ে ১৫ শতাংশ কর নেয় তা প্রত্যাহার করার কথা বলেছি।