দেশের মানুষ খুশি থাকলে বিএনপির মন খারাপ হয়: কাদের

প্রতিদিনই পলিটিক্যাল হ্যালুসিনেশন হয় মির্জা ফখরুল সাহেবের। বাংলাদেশ ঋণগ্রস্ত নয়। বাংলাদেশ শ্রীলংকাকে ঋণ দিয়েছে ২০০ কোটি টাকা। ফখরুল সাহেব বাংলাদেশের সাফল্যের কাহিনী কী আপনাদের লজ্জা দেয়?

পদ্মাসেতু, মেট্রারেল, কর্ণফুলি বঙ্গবন্ধু সেতু, শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন হতে যাচ্ছে। সেজন্য আমরা জানি আপনার মন খারাপ। বাংলাদেশের মানুষ খুশি থাকলে আপনাদের মন খারাপ হয়।

শনিবার ১৪ মে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দান মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলন ভার্চ্যুয়ালি উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি চোখে পড়ার মতো একটি আন্দোলনও করতে পারেনি। তারা আবার আন্দোলেনের কথা বলে, ঘরেই যাদের ঐক্য নেই তারা কিভাবে জনগণকে ঐক্যবদ্ধ করবে।

এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে কেন্দ্রীয় নেতাদের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলন শুরু হয়। মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। তবে সম্মেলন চলাকালে তাঁর ভাই কাজী একরামুল্লাহর মৃত্যুর খবর পেয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর অপর সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম,

মাগুরা ১ ও ২ আসনের সংসদ সদস্য যথাক্রমে সাইফুজ্জামান শিখর ও বীরেন শিকদার প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

সম্মেলন উপলক্ষে কয়েকদিন ধরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে কর্মীদের মিছিল নিয়ে নোমানী ময়দানে জড়ো হন বিভিন্ন ইউনিটের নেতারা।

দুপুরের পর শহরের শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের উপস্থিতিতে নতুন কমিটির নেতা নির্বাচন করবেন কেন্দ্রীয় নেতারা।