ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট ২০ কিলোমিটার

টাঙ্গাইলে বৃষ্টি ও দুর্ঘটনার কারণে মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন চলাচল করছে। এতে গভীর রাত থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও চালকদের।

মঙ্গলবার (৭ জুন ) ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়ক থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে থেমে থেমে পরিবহন চলাচল করছে।

এর আগে সোমবার (৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের ভুঞাপুর লিংকরোডে এবং সেতুপূর্ব পাড়ে দুর্ঘটনার কারণে পরিবহনের চাপ বাড়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘মধ্যরাতের দিকে মহাসড়কের ভূঞাপুর লিংকরোডে ছোট ট্রাকের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষ হয়। এদিকে রাতেই বঙ্গবন্ধু সেতুপূর্ব পাড়ে আরেকটি দুর্ঘটনা ঘটে। এ ছাড়া, রাত থেকে ব্যাপক বৃষ্টির কারণে যানবাহনগুলো স্বাভাবিকের তুলনায় ধীরগতিতে চলাচল করেছে। এতে মহাসড়কে পরিবহনের চাপ বেড়ে গিয়ে যানজটের সৃষ্টি হয়েছে।