জিনের আছর থেকে মুক্তি পেতে শিশুকে ধর্ষণ

 

রংপুরের গঙ্গাচড়ায় ‘জিনের কবল থেকে রক্ষা পেতে’ কবিরাজের পরামর্শে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মেজবাউল হক ঘুটু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (১১ জুন) ভোরে এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

 

 

শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর র‍্যাব-১৩-এর কমান্ডার রেজা আহামেদ ফেরদৌস এসব কথা জানান।

 

তিনি বলেন, ২ জুন গঙ্গাচড়ার খলেয়া এলাকায় সূর্যিনা বেগম ও তার স্বামী আজাহারুল ইসলাম প্রতিবেশী শিশুকে দুপুরে ঘুরতে নেয়ার কথা বলে তাদের বাড়িতে নিয়ে যায়। একপর্যায়ে তারা কৌশলে বাড়ি থেকে বেরিয়ে গেলে মেজবাউল হক ঘুটু নামের এক ব্যক্তি ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন।

 

 

বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা অসুস্থ শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাকে হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

 

 

র‍্যাব জানায়, এ ঘটনায় ৪ জুন গঙ্গাচড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

 

এই মামলায় ভোরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে মেজবাউল হক ঘুটুসহ সহযোগী সূর্যিনা বেগম ও আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

 

ঘুটু জানিয়েছেন, তার ওপর জিনের আসর পড়েছে। এক কবিরাজ তাকে বলেছেন, শিশু ধর্ষণ করলে তার ওপর আর কোনো দিন জিনের আসর পড়বে না। কবিরাজের পরামর্শেই তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

 

র‍্যাব কর্মকর্তা ফেরদৌস বলেন, আমরা ওই কবিরাজকে নজরদারিতে রেখে তদন্ত শুরু করেছি। তাকেও আইনের আওতায় আনা হবে।