সোমবার কোন এলাকায় কখন বিদ্যুৎ যাবে

বিদ্যুতের ঘাটতি কমাতে দেশে এলাকাভিত্তিক লোডশেডিং ব্যবস্থা চালু করেছে সরকার। কোন এলাকায় কখন লোডশেডিং তার সময়সূচি আগেই জানিয়ে দেওয়া হয়। সরকারের নির্দেশনা অনুযায়ী, দেশের চার বিদ্যুৎ বিতরণ কোম্পানি সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি শুরু করেছে।

সোমবার ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) লোডশেডিং শুরু করবে সকাল ১০টায়। চলবে রাত ১০টা পর্যন্ত।

সে অনুযায়ী সোমবারের তালিকা প্রকাশ হয়েছে।

ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো), নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো), ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউসন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)-এর ওয়েবাসাইটের নির্দিষ্ট লিংককে গিয়ে এই তালিকা দেখতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এখন পর্যন্ত তাদের ওয়েবসাইটে কোনো তালিকা প্রকাশ করেনি। তারা জানায়, তাদের এলাকার ব্যাপ্তি বড় হওয়ার কারণে তারা স্থানীয়ভাবে গ্রাহকদের লোডশেডিংয়ের বিষয়ে জানাচ্ছে।

https://dpdc.gov.bd/site/page/73eb4722-b49c-4a44-bd6e-923c06c4a169ডিপিডিসির সোমবারের লোডশেডিংয়ের তালিকা

https://www.desco.org.bd/bangla/uploads_b/pdf/Load_Shed_Schedule_Monday_25_07_2022.pdfডেসকোর সোমবারের লোডশেডিংয়ের তালিকা