গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: মিটারগেজ লাইন চালু

 

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের বগি উল্টে লাইনচ্যুত হওয়ার পর আজ সোমবার সকাল আটটার দিকে ওই রেল রুটের মিটারগেজ লাইন চালু হয়েছে। সকাল সোয়া আটটার দিকে দ্রুতযান এক্সপ্রেসের সামনের কয়েকটি বগি নিয়ে ট্রেনটি জয়দেবপুর স্টেশনে আসে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার রাতে ট্রেনটির চারটি বগি লাইনচ্যুত হওয়ার পর দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে রাত ১২টার দিকে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারকাজ শুরু করে।